Amar Moto Ato Sukhi Noyto Karo Jibon আমার মত এত সুখী গানের লিরিক্স | আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন শফিকুল।
লিরিক্সঃ
আমার মতো এতো সুখী .......নয়তো কারো.. জীবন।
কী আদর স্নেহ ভালোবাসা...
জড়ানো মায়ার বাধন।
জানি এ বাধন ছিঁড়ে গেলে কভু...... আসবে আমার মরন।
আমার মতো এতো সুখী ........
নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন…………
বুকে ধরে যতো ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম..... ভাগ্যের পরিহাস এরই নাম।
বুকে ধরে যতো ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ...... ভাগ্যের পরিহাস এরই নাম, কেন নিয়তির কাছে বারে...বারে.... হেরে যায় মানুষ এমন।
আমার মতো এতো সুখী ........ নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন।
চারদিকে নিরাশার বালুচর, কি আশায় বেধেছি এ খেলাঘর।
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়.......
চারদিকে নিরাশার বালুচর, কি আশায় বেধেছি এ খেলাঘর।
স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় কেন মমতার গানে কেদে মরে, বেদনার কথা এখন।
আমার মতো এতো সুখী ....... . নয়তো কারো জীবন।
কী আদর স্নেহ ভালোবাসা... জড়ানো মায়ার বাধন, জড়ানো মায়ার.... বাধন
Song: Amar Moto Eto Sukhi
Cast: Razzak, Doly johur & Bapparaj
Singer: Khalid Hassan Milu
Music: Alauddin Ali
Movie: Baba Keno Chakor
Director: Nayok Raj Razzak
Production: Razlokkhi Production
Language: Bangla
Label: Anupam
0 Comments:
Post Your Comment